যশোরে জাতীয় যুব দিবস উদযাপন

আরো পড়ুন

যশোর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে সকালে অধিদপ্তরের কার্যালয়ে আলোচনা সভা, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, “আমরা চাকরির জন্য অপেক্ষা না করে, নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবো। সরকার দক্ষ যুবকদের গড়ে তোলার জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে। এসব কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান করতে হবে, যা বেকারত্ব কমাতে সাহায্য করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহীদুল ইসলাম। উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জামায়াতে ইসলামী শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি গোলাম কুদ্দুস, উদ্যোক্তা মুসলিমা খাতুন, অহেদ সেকেন্দার, ফারজানা ইয়াসমিন ও জেসমিন আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক খোন্দকার জাকির হোসেন।

আলোচনা শেষে সদর উপজেলা পর্যায়ে ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে মোট ২১ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। পাশাপাশি সফল উদ্যোক্তা, আত্মকর্মী ও যুব সংগঠকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন কারবালার প্রিজম যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মুসলিমা খাতুন, প্রিজম যুব উন্নয়ন সংস্থার মফিজুর রহমান খান, সাজ বিউটি পার্লারের প্রোপাইটর নাজমুন নাহার শিরিন, বেজপাড়া যুব ও নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, নান্দনিক সমাহারের ইয়াসমিন সুলতানা, আলোর সঞ্চয় যুব উন্নয়ন সংস্থার সভাপতি ফাতেমা খাতুন, এবং নাভারণ সুজন যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ইয়ামিন হোসেন।

অনুষ্ঠান শেষে যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে ৫ আগস্টের শহীদদের স্মরণে ২৪টি গাছের চারা রোপণ করা হয়।

এদিকে, যশোরে জাতীয় যুব দিবস উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী যুব বিভাগের যশোর শাখার উদ্যোগে বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী যশোর পৌর উত্তরের আমির নুর মামুন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আইনজীবী সমিতি ভবনের সামনে শেষ হয়।

জাগো/মেগেদী

আরো পড়ুন

সর্বশেষ