যশোরের শার্শা উপজেলায় সড়ক পার হতে গিয়ে ট্রাকের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান রিপন।
নিহত শ্রমিক কামাল হোসেন (৪৫) বেনাপোলের শিকড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে এবং আফিল জুট উইভিং ফ্যাক্টরির শ্রমিক ছিলেন। তার স্ত্রীও একই কারখানায় কাজ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন কামাল হোসেনের কারখানায় কাজ ছিল না; তিনি স্ত্রীকে নিয়ে যেতে এসেছিলেন। মিল গেটের সামনে সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় বেনাপোল থেকে যশোরগামী একটি দ্রুতগতির ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে কামালকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি রোকনুজ্জামান জানান, কামালের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও সহকারীকে আটক করতে অভিযান চলছে।
জাগো/মেহেদী

