যশোর আদালত চত্তরে হুলুস্থুলুস কান্ড, মাদক ব্যবসায়ী প্রিয়ার

আরো পড়ুন

যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে দুই আসামির স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে এক যুবককে ছুরিকাঘাতের চেষ্টাও করা হয়। বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে, যার ফলে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশ কঠোর অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান হত্যা মামলার ধার্য তারিখে কারাগার থেকে সন্ত্রাসী পিচ্চি রাজা ও তুহিনকে আদালতে আনা হয়। এই মামলায় তুহিনের পক্ষ দাবি করে তাকে ফাঁসানো হয়েছে, যা নিয়ে পিচ্চি রাজার অনুসারীদের সঙ্গে বিরোধ শুরু হয়। এর মধ্যে পিচ্চি রাজার অনুসারী মাদক কারবারি প্রিয়া খাতুন তুহিনের স্ত্রী আখির সঙ্গে তর্কে জড়িয়ে মারামারিতে লিপ্ত হন। প্রিয়া লাথি মেরে হাজতখানার গেট ভাঙার চেষ্টা করেন, এবং হাজতখানার ভেতর থেকে তুহিন ও পিচ্চি রাজা তাদের অনুসারীদের নির্দেশনা দেন। পরে পুলিশ এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনার পর তুহিনের স্ত্রী আখি কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, পিচ্চি রাজা আদালতে দেয়া জবানবন্দিতে তুহিনকে ফাঁসিয়েছেন এবং এ নিয়ে কৈফিয়ত চাওয়ায় তাকে মারধর ও হত্যার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে জয় নামক একজন তাকে ছুরিকাঘাতের চেষ্টা করে।

কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন জানান, হাজতখানার বাইরে আসামিদের স্বজনরা হৈচৈ করছিলেন, তবে ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পর্যাপ্ত পুলিশ উপস্থিত থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, চলতি বছরের ৮ মার্চ রাতে রমজানকে পিচ্চি রাজা বাহিনী প্রকাশ্যে হত্যা করে, যার ফলে তিনি এবং তুহিন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ