যশোরে ভাড়াটিয়ার হাতে নারী খুন

আরো পড়ুন

যশোর শহরতলীর শেখহাটিতে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে ভাড়াটিয়ার হাতে খুন হয়েছেন তিনি। অভিযুক্ত ভাড়াটিয়া বাবলা হত্যার পর পালিয়ে গেছে। নিহত শাহানারা বেগম (৫৫) ওই গ্রামের ইজিবাইক চালক আতিয়ার রহমানের স্ত্রী।

ওসি আব্দুর রাজ্জাকের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় আতিয়ার রহমান বাড়ি ফিরে গেট তালাবদ্ধ দেখতে পান। স্ত্রী বাইরে আছেন ভেবে পাশের ছেলের বাড়িতে যান। বৃহস্পতিবার সকালে বাড়ির প্রাচীর টপকে ঘরে ঢুকে তালা ভেঙে স্ত্রী শাহানারার গলা কাটা মরদেহ দেখতে পান। হত্যাকারী তার স্বর্ণালংকার খুলে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ভাড়াটিয়া বাবলার কোনো সন্ধান মেলেনি।

নিহতের ছেলে ইউসুফ জানান, বাবলার বাড়ি যশোর সদরের তালবাড়িয়া গ্রামে এবং তিনি ইজিবাইক চালাতেন। তিন মাস আগে তিনি তাদের বাড়িতে ঘর ভাড়া নেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ আসতে শুরু করলে শাহানারা তাকে বাড়ি ছাড়তে বলেন। সম্প্রতি তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান এবং অন্য এক অপরাধীর নিয়মিত যাতায়াত ছিল তার ঘরে। এসব কারণে তাদের মধ্যে বিবাদ হলে, শাহানারা হত্যার শিকার হন এবং তার গহনা লুট করে বাবলা পালিয়ে যায়।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক দেবাশীষ রায় জানিয়েছেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অভিযুক্তদের খুঁজছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ