চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাছপাড়ায় ৬টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বুধবার সন্ধ্যায় বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মজনুল করিমের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্তের ৯৫/৩-এস খুঁটি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাছপাড়ায় অবস্থান নেয়।
এ সময় সন্দেহজনক একজনকে মোটরসাইকেলে সীমান্তের দিকে যেতে দেখে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে সাইলেন্সার পাইপের ভেতরে স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট পান। প্যাকেটটি খুলে ৮৭০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
অধিনায়ক জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে এবং সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে।
জাগো/মেহেদী

