রাষ্ট্রপতির পদত্যাগ চায় জামায়াত

আরো পড়ুন

জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল হালিম। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আব্দুল হালিম বলেন, “জামায়াত চায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দ্রুত পদত্যাগ করুন এবং অন্তর্বর্তী সরকার মৌলিক সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করুক।”

তিনি আরও অভিযোগ করেন যে, গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনকালে জামায়াতের ১১ জন শীর্ষ নেতা হত্যা এবং ৩০ জন ক্রসফায়ারে নিহত হয়েছেন, আর প্রায় ১ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আওয়ামী লীগকে বিভিন্ন ষড়যন্ত্রের জন্য দায়ী করে তিনি তাদের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

window.__oai_logHTML?window.__oai_logHTML():window.__oai_SSR_HTML=window.__oai_SSR_HTML||Date.now();requestAnimationFrame((function(){window.__oai_logTTI?window.__oai_logTTI():window.__oai_SSR_TTI=window.__oai_SSR_TTI||Date.now()}))

আরো পড়ুন

সর্বশেষ