বেনাপোল বন্দরের মধ্যে ফেনসিডিল কারবার ধরা ছোওয়ার বাইরে

আরো পড়ুন

যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় মাদক কারবারীরা সক্রিয়ভাবে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচার চালিয়ে যাচ্ছে। আনসার, পিমা এবং আর্মড ব্যাটালিয়ন পুলিশের মতো নিরাপত্তা সংস্থার উপস্থিতি সত্ত্বেও মাদক পাচারকারীরা বারবার ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, ফলে বন্দর এলাকার সাধারণ ব্যবসায়ীরা ঝুঁকির মুখে পড়েছেন।

সর্বশেষ গত ২৩ অক্টোবর রাতে বন্দরের ৫ নম্বর গেটে সন্দেহভাজন এক পাচারকারীর কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বেনাপোল বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হলেও অপরাধীরা সিসি ক্যামেরার নজরদারির গাফিলতিতে পাচারের ঘটনা ঘটাচ্ছে। এ ছাড়া বন্দরের তিনটি স্ক্যানিং মেশিন গত ৯ মাস ধরে নষ্ট থাকায় মাদক শনাক্তকরণে বাধা সৃষ্টি হচ্ছে, যা সহজে মাদক দেশের অভ্যন্তরে প্রবেশে সহায়তা করছে।

বেনাপোল ট্রাক ট্রান্সপোর্ট ইউনিয়নের সেক্রেটারি আজিম উদ্দীন গাজী জানান, বন্দর এলাকাতে মাদক পাচার বন্ধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। বন্দর পরিচালনাকারী কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা জোরদারের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে যাতে করে মাদক পাচারের ঘটনা প্রতিরোধ করা যায়।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ