যশোর জেলা জামায়াতের আমির নির্বাচিত গোলাম রসুল

আরো পড়ুন

যশোর জেলা জামায়াতে ইসলামীর নতুন আমির হিসেবে অধ্যাপক গোলাম রসুল নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মপরিষদের এক সভায় নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সভায় বক্তব্য রাখেন নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রমুখ। ডা. শফিকুর রহমান ২০২৫-২০২৬ মেয়াদের জন্য নির্বাচিত জেলা ও মহানগর আমিরদের নাম ঘোষণা করেন।

গত ১৯ অক্টোবর যশোর ঈদগাহ ময়দানে যশোর জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে যশোর জেলার ২,১৯৫ জন রুকন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের ফলাফলে অধ্যাপক গোলাম রসুল যশোর জেলা জামায়াতের আমির হিসেবে নির্বাচিত হন।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ