অভয়নগরে চোর সন্দেহে এক যুবককে গাছে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে চলিশিয়া ইউনিয়নের বাগদাহ বাজারে ইদ্রিস আলী খাঁর মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ আহম্মেদ আলী বেগ (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চোর সন্দেহে বাগদাহ গ্রামের শরিফ মল্লিকের ছেলে ইউসুফ মল্লিক (১৯)-কে মাথা নিচে দিয়ে গাছে ঝুলিয়ে মারধর করেন আহম্মেদ আলী বেগ, সবুজ মুন্সী (৩২), ইদ্রিস আলী খাঁসহ কয়েকজন। পরে ইউসুফের পিতা-মাতাকে ডেকে তাকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
অভয়নগর থানার ওসি এমাদুল করিম জানান, তদন্তে চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ইউসুফকে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগে আহম্মেদ আলী বেগকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ইউসুফের পিতা শরিফ মল্লিক বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

