যশোরে ভারী বর্ষণে ব্রিজ ভেঙে পড়ায় দুই গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

আরো পড়ুন

যশোর সদর উপজেলার কাশিমপুর-নওয়াপাড়া ইউনিয়নে ভারী বর্ষণে মাটি ধসে বোলপুর ও ডাকাতিয়া গ্রামের সংযোগ ব্রিজটি ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ব্রিজের নিচের মাটি সরে গিয়ে সেটি ধসে পড়ে। এতে দুই পাড়ের বেশ কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর মতে, এই ব্রিজটি ছিল তাদের জন্য একমাত্র যোগাযোগের মাধ্যম, যা দিয়ে তারা বাজার, হাসপাতালসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। ব্রিজটি ভেঙে যাওয়ায় বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দুর্ভোগ আরও বেড়েছে। স্থানীয় বাসিন্দা আবুল হোসেন সাদ্দাম বলেন, “এই ব্রিজটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ব্রিজ ভেঙে যাওয়ায় আমরা চরম সমস্যায় আছি। আমরা দ্রুত ব্রিজটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।

জাগো/মেহেদী

 

4o

window.__oai_logHTML?window.__oai_logHTML():window.__oai_SSR_HTML=window.__oai_SSR_HTML||Date.now();requestAnimationFrame((function(){window.__oai_logTTI?window.__oai_logTTI():window.__oai_SSR_TTI=window.__oai_SSR_TTI||Date.now()}))

window.__oai_logHTML?window.__oai_logHTML():window.__oai_SSR_HTML=window.__oai_SSR_HTML||Date.now();requestAnimationFrame((function(){window.__oai_logTTI?window.__oai_logTTI():window.__oai_SSR_TTI=window.__oai_SSR_TTI||Date.now()}))

আরো পড়ুন

সর্বশেষ