যশোর-বেনাপোল মহাসড়কের গদখালীতে যাত্রীবাহী বাস ও গরুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি মঙ্গলবার বিকেলে ঘটে, যার ফলে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, আর বাকিদের স্থানীয় হাসপাতালে ও ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই দুর্ঘটনায় আহতদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন শার্শার বাগআঁচড়ার নয়ন, সাতক্ষীরার পরিতোষ, শার্শার কিতাব হোসেন, ট্রাকের হেলপার আবু সাঈদ রনি এবং বেনাপোলের পিকুলসহ আরও অনেকে। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, আহতদের শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে, এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
জাগো/মেহেদী

