যশোরে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া কার্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করে। মঙ্গলবার জেলা সুইমিংপুলে এই আয়োজনের শুরু হয়।
বিকেলে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি নজরুল ইসলাম।
মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হিসাবরক্ষক মোকলেছুর রহমান, এবং আইনজীবী সমিতির সভাপতি আবু মোতর্জা। প্রতিযোগিতায় মোট ১২টি ইভেন্টে জেলার ৭০ জন নবীন সাঁতারু অংশগ্রহণ করেন।