ঘূর্ণিঝড় ’ ডানা’ পূর্বাভাসের চেয়েও বেশি শক্তি নিয়ে উপকূলে আঘাত হানতে পারে। বাতাসের গতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার ছাড়াতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর।
মঙ্গলবার (২২ অক্টোবর) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমানার কাছে আঘাত হানতে পারে। ২৪ বা ২৫ অক্টোবর সকালে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। সমুদ্রে দীর্ঘ সময় কাটানোর কারণে এটি পূর্বের তুলনায় বেশি শক্তিশালী হতে পারে।
ঝড়ের কেন্দ্রে বাতাসের গতি ১৫০ কিমি প্রতি ঘণ্টা পৌঁছালে বৃহস্পতিবার দুপুর থেকে বাতাসের তীব্রতা বাড়তে শুরু করবে। রাতের দিকে ঝড়ের তাণ্ডব আরও বাড়তে পারে। ঘূর্ণিঝড়ের শক্তিশালী দিকটি পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করবে বলে ধারণা করা হচ্ছে। ফলে উপকূলবর্তী এবং আশপাশের সব জেলায় ঘণ্টায় ১২০ কিমি বা তার বেশি বেগে বাতাস বইতে পারে।
দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া, ওই দিন ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা ও উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা থাকবে। উত্তর বঙ্গের তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

