হেফাজত ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার শানে রেসালাত সম্মেলন আগামী ২২ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনটি দুপুর ২টায় যশোর জেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মুশতাক আহমাদ, মাওলানা সাখাওয়াত হোসাইন এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ কুষ্টিয়ার সভাপতি মাওলানা আব্দুল হামিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। সম্মেলনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় নায়েবে আমির ও যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী।

