ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৮

আরো পড়ুন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু এবং ১,২৯৮ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৪৭ জনের মৃত্যু হয়েছে এবং মোট ৪৯,৮৮০ জন আক্রান্ত হয়েছেন।

নতুন ভর্তির পরিসংখ্যানে দেখা গেছে, বরিশালে ৮৩ জন, চট্টগ্রামে ১৯৬ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ২৮২ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২২৬ জন, খুলনা বিভাগে ১৪৬ জন, রাজশাহীতে ৪২ জন, ময়মনসিংহে ৩৮ জন, রংপুরে ৩৬ জন এবং সিলেটে ৭ জন নতুন করে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হয়েছিল গত বছর, যখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হয়েছিলেন এবং ১ হাজার ৭০৫ জন মারা গিয়েছিলেন।

জাগো/মেহেদী

 

আরো পড়ুন

সর্বশেষ