যশোরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১৯ অক্টোবর পরিচালিত এই অভিযানে দুই জনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজন নারী মাদক কারবারি রয়েছেন। আটককৃতরা হলেন হাফিজের স্ত্রী বেগম এবং আলোচিত নারী মাদক কারবারি মিনির স্বামী তরিকুল। অভিযানে পালিয়ে যায় চিহ্নিত পাঁচ মাদক ব্যবসায়ী, তাদের মধ্যে রয়েছে আশিক, মিনি, ফজা, ডন ও রাসেল।
স্থানীয়রা অভিযোগ করেছেন, শংকরপুর বাস টার্মিনালসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল এবং গাঁজার ব্যবসা চলে আসছে। অভিযানে সিন্ডিকেটের মাদক ব্যবসা বন্ধ হওয়ায় স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোরের উপ-পরিচালক আসলাম হোসেন জানিয়েছেন, মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং চিহ্নিত পলাতকদের গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

