আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তাকে ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই আদেশ দেন।
প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে শেখ হাসিনার শাসনামলের বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ অন্যান্য অপরাধের বিবরণ দেন। প্রসিকিউশন টিম শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করে।
শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে। আন্দোলনের সময় ব্যাপক হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে, যেখানে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, এবং সেই সরকার এই গণহত্যার বিচার করার সিদ্ধান্ত নেয়।

