যশোরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ বেশ কিছু শরিয়াভিত্তিক ব্যাংকে তারল্য সংকটের কারণে গ্রাহকরা চেক দিয়েও টাকা তুলতে পারছেন না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও লাখ টাকার চেকে পাচ্ছেন সামান্য টাকা। বুথ বন্ধ থাকায় ব্যাংকের শাখায় গিয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প পাচ্ছেন না। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, গত দুই মাস ধরে এই সংকট চলছে, যা ব্যাংকগুলোকে দুর্বল হিসেবে চিহ্নিত করার পর থেকেই অব্যাহত রয়েছে।
অনলাইনে লেনদেন সীমিত করায় গ্রাহকরা কাস্টমার কেয়ারে যোগাযোগ করেও কোনো সমাধান পাচ্ছেন না। এমনকি, গ্রাহকদের তাদের নিজ নিজ শাখায় গিয়ে টাকা তুলতে বলা হচ্ছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যশোর শাখায় গেলে দেখা যায়, বেশ কয়েকজন ক্লান্ত গ্রাহক অপেক্ষা করছেন। অনেকেই অভিযোগ করেছেন যে টাকা না পাওয়ার কারণে খালি হাতে ফিরতে হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে দুর্বল ব্যাংক হিসেবে ঘোষণা করার পর থেকেই এটিএম বুথগুলো বন্ধ রয়েছে। ব্যাংক কর্মকর্তারা নগদ টাকা সংকটের বিষয়টি স্বীকার করেছেন এবং বলেছেন, পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।

