বরখাস্ত হলেন হাথুরুসিংহে, নতুন কোচ ফিল সিমন্স

আরো পড়ুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজের আগেই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আজ এক সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি ফারুক আহমেদ ঘোষণা দেন যে, হাথুরুসিংহেকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং তাকে ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে।

হাথুরুসিংহের জায়গায় নতুন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যারিবিয়ান ফিল সিমন্স, যিনি আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। সিমন্স এর আগে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন এবং ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর কৃতিত্ব রয়েছে তার।

হাথুরুসিংহের বরখাস্তের মূল কারণ হিসেবে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অসদাচরণ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠে এসেছে। বিশেষত, নাসুম আহমেদকে নাজেহাল করার ঘটনাসহ অন্যান্য অসদাচরণের ভিত্তিতে বিসিবি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

জগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ