বিচারকের ৫ গাড়ি ৭ বাড়ি রয়েছে এমনটা শুনতে চাই না

আরো পড়ুন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত একটি কর্মী সভায় ন্যায়ভিত্তিক সমাজ ও বিচারব্যবস্থা গঠনের গুরুত্ব নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, এমন একটি সমাজ চান যেখানে বিচারপ্রার্থী কোনো হয়রানির শিকার হবে না এবং বিচারকরা ঘুষ বা অন্য কোনো অবৈধ প্রভাবের অধীনে কাজ করবেন না। বিচারকরা শুধু আল্লাহকে ভয় করবেন এবং কোনো রাষ্ট্রীয় বা অন্য প্রভাবকে তোয়াক্কা করবেন না।

তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে বিদেশি প্রভুত্ব থাকবে না, বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। বিচারব্যবস্থার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, মিডিয়াতে বিচারকদের বিরুদ্ধে অবৈধ সম্পদের খবর শুনতে তিনি চান না এবং বিচারব্যবস্থা ন্যায়বিচারের ভিত্তিতে পরিচালিত হবে। বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রাখার ওপর তিনি বিশেষ জোর দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

আরো পড়ুন

সর্বশেষ