কালীগঞ্জে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

আরো পড়ুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকায় চিত্রা নদীতে ডুবে অনামিকা দাস (১২) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে। অনামিকা দাস শিবনগর দাসপাড়ার শিপন দাসের মেয়ে এবং সে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, অনামিকা ও তার কয়েকজন সঙ্গী বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে যায়। পানিতে নামার পর কিছু দূর যেতে হঠাৎ করে সে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করার পর তার নিথর দেহ পানিতে ভেসে ওঠে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, কয়েকজন মিলে নদীতে গোসল করতে গিয়ে অনামিকা পানিতে ডুবে যায়। তার সাথে থাকা অন্যরা বিষয়টি বাড়িতে জানালে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

সর্বশেষ