ইংরেজিতে খারাপ করে যশোর বোর্ডে কমেছে পাসের হার

আরো পড়ুন

 

এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে, তবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে। এবছর পাসের হার ৬৪.২৯ শতাংশ, যেখানে গত বছর ছিল ৬৯.৮৮ শতাংশ। এ বছর ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় বেশি; গত বছর এ সংখ্যা ছিল ৮ হাজার ১২২ জন। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মর্জিনা আক্তার জানিয়েছেন, পাসের হার কমার প্রধান কারণ হলো ইংরেজি বিষয়ে অধিক সংখ্যক পরীক্ষার্থী অকৃতকার্য হওয়া।

মঙ্গলবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন মর্জিনা আক্তার। এসময় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর শাহিন আহম্মেদও উপস্থিত ছিলেন। যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন ১০টি জেলার মধ্যে যশোর জেলা পাসের হারে এগিয়ে রয়েছে, এ জেলার পাসের হার ৭২.৮৪ শতাংশ। অন্যান্য জেলাগুলোর মধ্যে খুলনায় ৭১.১৯, সাতক্ষীরায় ৭০.১১, নড়াইলে ৬১.২৭, কুষ্টিয়ায় ৫৮.৫২, চুয়াডাঙ্গায় ৫৭.৯৬ এবং মেহেরপুরে ৫০.৩৮ শতাংশ পাসের হার রেকর্ড করা হয়েছে।

এ বছর ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস করেছে, অন্যদিকে ৭টি প্রতিষ্ঠান শতভাগ অনুত্তীর্ণ হয়েছে। শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে দুর্বলতা এবং করোনার কারণে দীর্ঘদিন সরাসরি ক্লাস না হওয়াকে ফলাফলের অবনতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তিনি জানান, ইংরেজিতে শিক্ষার্থীদের লার্নিং গ্যাপ এখনও পূরণ করা সম্ভব হয়নি, যার ফলে এই বছর পাসের হার কমেছে।

জাগো/মেহেদী

 

আরো পড়ুন

সর্বশেষ