গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আরো পড়ুন

যশোরের অভয়নগরে পিতি মন্ডল (২১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১২ অক্টোবর, শনিবার রাতে সুন্দলী ইউনিয়নের আড়পাড়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পিতি মন্ডল ছিলেন ডাঙ্গামশিহাটি গ্রামের উত্তম মন্ডলের মেয়ে এবং আড়পাড়া গ্রামের সৌমিত্র ধরের স্ত্রী।

নিহতের বাবা উত্তম মন্ডল অভিযোগ করেছেন, পারিবারিক কলহের জেরে স্বামী সৌমিত্র ধরের হাতে পিতি মন্ডল নিহত হন, এবং ঘটনার পর সৌমিত্র পলাতক রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, দুই বছর আগে পরিবারের অমতে সৌমিত্রের সঙ্গে পিতির বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক সমস্যা চলছিল।

নিহতের ভাই হরিনাথ বিশ্বাস জানিয়েছেন, পিতির মরদেহ বাড়ির খাটে পড়ে ছিল, এবং তিনি দাবি করেছেন এটি পরিকল্পিত হত্যা। অন্যদিকে, সৌমিত্রের মা স্বপ্না মন্ডল দাবি করেছেন যে পিতি আত্মহত্যা করেছেন।

অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

window.__oai_logHTML?window.__oai_logHTML():window.__oai_SSR_HTML=window.__oai_SSR_HTML||Date.now();requestAnimationFrame((function(){window.__oai_logTTI?window.__oai_logTTI():window.__oai_SSR_TTI=window.__oai_SSR_TTI||Date.now()}))

আরো পড়ুন

সর্বশেষ