মালয়েশিয়ার সাউদার্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক ক্লাস্টারে (এসআইএলসি) রাসায়নিক কারখানায় বিস্ফোরণে দগ্ধ তিনজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজানবেগ গ্রামে। নিহতরা হলেন জব্বার আলী (৪২), আবু তাহের (৩২), এবং সালাম (২৪)।
বিস্ফোরণের ঘটনাটি ঘটে ১১ অক্টোবর, শুক্রবার, যেখানে তারা গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জব্বার আলী ১১ অক্টোবর মারা যান, আবু তাহের ১২ অক্টোবর ভোররাতে, এবং সালাম ১৩ অক্টোবর বিকেলে মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয়েছে, তাদের মরদেহ শিগগিরই দেশে ফেরত পাঠানো হবে এবং ক্ষতিপূরণের বিষয়ে কোম্পানির সঙ্গে আলোচনা চলছে।

