দুর্গাপূজার কারণে টানা পাঁচ দিনের ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর আবার সচল হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে এই সময় আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী চলাচল স্বাভাবিক ছিল। তবে, ভিসা জটিলতার কারণে এবার পর্যাপ্ত যাত্রী যাতায়াত করতে পারেননি, এবং গত বছরের তুলনায় যাত্রী সংখ্যা ৫-৬ গুণ কম ছিল।
এবারের ছুটির মেয়াদ দীর্ঘ হওয়ায় কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা বাড়তি সময় ছুটি কাটিয়েছেন। বাংলাদেশে চার দিন ছুটি কার্যকর থাকলেও ভারতের পেট্রাপোল বন্দর বুধবার থেকেই বন্ধ ছিল।
বেনাপোল বন্দরের যুগ্ম কমিশনার হাফিজুল ইসলাম জানিয়েছেন, পূজোর ছুটি শেষে কর্মকর্তা-কর্মচারীরা কাজ শুরু করেছেন এবং সকাল থেকেই বন্দর পূর্ণ কার্যক্রমে ফিরে এসেছে।

