ঝিনাইদহে ছাত্রদলকর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম

আরো পড়ুন

ঝিনাইদহে পৃথক স্থানে এক ছাত্রদল কর্মীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সদরের কাজীপাড়া ও স্বর্ণপট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে আছেন ইমন আলী, মোহন বিশ্বাস, রাজু আহাম্মেদ, ও অনিক অধিকারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপূজার প্রতিমা বিসর্জন শেষে স্বর্ণপট্টি এলাকায় যাওয়ার পথে অনিক অধিকারীকে মোটরসাইকেল চালকদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে ছুরি দিয়ে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। অনিক দাবি করেছেন, হামলাকারীরা মাদকাসক্ত ছিল।

অন্যদিকে, কাজীপাড়া এলাকায় মসজিদ থেকে এশার নামাজ পড়ে বের হওয়ার সময় ছাত্রদল কর্মী ইমন আলীকে পূর্ব শত্রুতার জেরে সন্টু নামের এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাকে বাঁচাতে গেলে আরও দুইজনকে আক্রমণ করা হয়। পুলিশি তদন্ত চলছে এবং অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে বলে সদর থানার ওসি শাহীন উদ্দিন জানিয়েছেন।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ