সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দিরের সোনার মুকুট চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মন্দিরের সেবায়েত জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে শ্যামনগর থানায় এই মামলা করেন। চুরির ঘটনায় পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে, তবে চুরি করা মুকুট এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন যে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
মুকুটটি ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যশোরেশ্বরী মন্দির পরিদর্শনের সময় কালীপ্রতিমার মাথায় পরিয়ে দিয়েছিলেন। চুরির সময় মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৪-২৫ বছরের এক যুবক দ্রুত ও পরিকল্পনামাফিক মুকুটটি চুরি করে।
মুকুট উদ্ধারে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে এবং মুকুট গলানো বা বিক্রির জন্য স্থানীয় স্বর্ণের দোকানগুলোকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
জাগো/মেহেদী

