ভারতের বিহার রাজ্যের আরা জেলায় দুর্গাপূজার প্যান্ডেলে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় চারজন দর্শনার্থী আহত হয়েছেন। রবিবার সকালে এই ঘটনা ঘটে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, দুষ্কৃতীরা দুটি মোটরসাইকেলে করে এসে প্যান্ডেলে ঢুকে গুলি চালিয়ে পালিয়ে যায়।
আহতদের মধ্যে রয়েছেন আরমান আনসারি, সুনীল কুমার যাদব, রোশন কুমার, এবং সিপাহী কুমার। তাদের মধ্যে আরমানের পিঠে, সুনীলের বাঁ হাতে, রোশনের ডান হাঁটুতে এবং সিপাহীর কোমরে গুলি লেগেছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি কার্তুজ উদ্ধার করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি, এবং পুলিশ পূজা কমিটির সঙ্গে কথা বলে কোনো সূত্র পাওয়ার চেষ্টা করছে।

