জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আজ রোববার এক রুকন সম্মেলনে আওয়ামী লীগের শাসনামলে তৈরি আইন দিয়েই তাদের বিচার করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে যে কালাকানুন ও আইন তৈরি করেছে, সেগুলো দিয়েই তাদের বিচার করা উচিত। ছাত্র-জনতার আন্দোলনে যারা গণহত্যা করেছে, তাদের দ্রুত বিচারের মাধ্যমে সঠিক শাস্তি দিতে হবে বলে তিনি দাবি করেন।
শফিকুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ আইন সবার জন্য সমান এবং বিচার বিভাগ স্বাধীন বলেছে, তাই সেই সমান আইনে তাদেরও বিচার হতে হবে এবং তারা যেন তাদের প্রাপ্য শাস্তি পায়। আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, তারা নিজেরাই দলকে নিষিদ্ধ করার ইতিহাস রেখেছে, যেমন একদলীয় বাকশাল কায়েম করেছিল। এবার জনগণ তাদের দলকে নিষিদ্ধ করেছে আল্লাহর সাহায্য নিয়ে।
তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, “তারা নিজেদের ধর্মীয় পরিচয়ে নতুন রূপে আসার চেষ্টা করছে, কিন্তু এতে তারা জনগণকে ধোঁকা দিতে পারবে না।” শফিকুর রহমান উল্লেখ করেন, আওয়ামী লীগের পুরো শাসনামল চরমপন্থা ও সন্ত্রাসের মধ্যে কাটিয়েছে, তবে জামায়াত কোনো সন্ত্রাসের পথে যাবে না এবং প্রতিশোধও নেবে না।
তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আগামীতে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে এবং এর জন্য সীমাহীন ধৈর্যের পরিচয় দিতে হবে।”

