রাজনৈতিক দলের ফাঁদে পা দিবেন না: আইন উপদেষ্টা

আরো পড়ুন

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেছেন, “আপনারা নিজেদের সংখ্যালঘু ভাববেন না, বরং দেশের নাগরিক হিসেবে গর্বিত হবেন। মুসলিম ধর্মের মানুষের মতো আপনারাও বাংলাদেশে সমান অধিকার ভোগ করেন। রাজনৈতিক দলের ফাঁদে পা দিবেন না, আপনারা রাজনৈতিক খেলায় ব্যবহার হচ্ছেন।”

আজ শুক্রবার সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, “রাজনৈতিক প্রতিহিংসা এবং সাম্প্রদায়িক প্রতিহিংসা আলাদা বিষয়। বিচ্ছিন্ন সাম্প্রদায়িক ঘটনার ক্ষেত্রে সহনশীলতা দেখাতে হবে।”

ড. আসিফ নজরুল বলেন, “বাংলাদেশ রাষ্ট্রটি সবার, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন নয়। সকল ধর্মের মানুষের অধিকার সুরক্ষিত থাকবে।”

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি বলেন, “নতুন বাংলাদেশ গঠনে সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।” সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ