যশোরের ঝিকরগাছা উপজেলায় কাশেম শিকদার ও রবি শিকদার নামে দুই ভাইয়ের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী দীর্ঘ ১৫ বছর ধরে অত্যাচার চালিয়ে আসছে, যা এখনো অব্যাহত রয়েছে। এই বাহিনী মূলত বিএনপি সমর্থকদের লক্ষ্যবস্তু বানিয়ে জমি দখল, চাঁদাবাজি, এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। কাশেম শিকদার, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং তার ভাই রবি, স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় সভাপতি, তাদের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন।
কাশেম শিকদারের দুই ছেলে ইয়াছিন ও ইমরান শিকদারও তাদের পিতার সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে আসছে। তাদের বাহিনীর অপরাধের তালিকায় রয়েছে জমি দখল, সালিশের নামে চাঁদাবাজি, মিথ্যা মামলা দায়ের, এবং স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের ওপর শারীরিক নির্যাতন।
এই দুই ভাইয়ের ক্ষমতার উৎস ছিলেন ঝিকরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, যার ছত্রছায়ায় তারা নাভারণ ইউনিয়নে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। স্থানীয় জনগণ ও বিএনপি কর্মীরা তাদের অত্যাচারের শিকার হলেও কাশেম ও রবির ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।
আওয়ামী লীগ সরকারের পতনের পরও এই সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ড বন্ধ হয়নি, এবং এখনো তারা এলাকায় সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে।

