যশোরের জেল রোডের একটি বেসরকারি হাসপাতালে ৯ বছর বয়সী কন্যা শিশু রিয়া বিশ্বাসের অপারেশনের পর মৃত্যুর ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। যশোর থেকে খুলনায় রেফার করার সময়, অ্যাম্বুলেন্সে করে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
রিয়া বিশ্বাস যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং পায়ের সমস্যা নিয়ে ৪ অক্টোবর বেসরকারি পঙ্গু সেবা কেন্দ্রে ভর্তি হন। সেদিন রাতেই তার পায়ের অপারেশন করা হয়। কিন্তু অপারেশনের পর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। তবে খুলনা নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
রিয়ার বাবা-মা জানিয়েছেন, তাদের মেয়ের পায়ের গোড়ালির কিছু অংশ বাঁকা ছিল, এবং অপারেশনের পর তার অবস্থার উন্নতি না হয়ে অবনতি ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, রিয়ার টিবিয়া রোগ ছিল, এবং পূর্বের আঘাতের কারণেই অপারেশনের পর জটিলতা তৈরি হয়। যদিও হাসপাতালের মালিক ডা. নজরুল ইসলাম জানান, অপারেশন সফল হয়েছিল, তবে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে রেফার করা হয়েছিল।
রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে বলে জানানো হয়েছে।

