অনুপস্থিত পুলিশ সদস্যদের চাকরিতে রাখার সুযোগ নেই : আইজিপি

আরো পড়ুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম ৭ অক্টোবর এক সাংবাদিক বৈঠকে জানান, অনুপস্থিত পুলিশ সদস্যদের চাকরিতে রাখার কোনো সুযোগ নেই। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর তিনি এ কথা বলেন। কিছু পুলিশ কর্মকর্তা এখনও কাজে যোগদান করেননি এবং অনেকেই দেশ থেকে পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। যারা যোগদান করেনি, তাদের নোটিশ দেওয়া হয়েছে এবং তারা ফেরত না এলে চাকরি হারাবেন।

আইজিপি আরও বলেন, পুলিশের দুই লাখ সদস্যের মধ্যে ১৮৭ জন অনুপস্থিত রয়েছেন, যা বাহিনীর গড় উপস্থিতির তুলনায় কম। যেসব সদস্যের বিরুদ্ধে মামলা বা অন্য কোনো কারণে কাজ থেকে বিরত থাকছেন, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, তিনি ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের সদস্যদের শহীদ হওয়ার ঘটনাও উল্লেখ করেন এবং পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে বলে জানান।

পুলিশের নিষ্ক্রিয়তা ও মনোভাব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, কিছু পুরনো সদস্যের মনোভাবের পরিবর্তন না হওয়ায় তাদের সরিয়ে নতুন জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ