নেত্রকোনায় টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে ভোগাই ও নেতাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পূর্বধলা, জারিয়া, নাটেরকোনা এবং দুর্গাপুরের নদীতীরবর্তী গ্রামগুলোতে দ্রুত পানি ঢুকে পড়েছে। এই বন্যায় প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কংস নদীর পানির উচ্চতা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হওয়ায় আশপাশের এলাকায় পানি ঢুকছে এবং রেললাইন ও সড়ক প্লাবিত হচ্ছে।
বন্যার কারণে এসব এলাকায় মানুষের দুর্ভোগ বেড়েছে, কিন্তু ত্রাণ কার্যক্রম এখনো পর্যাপ্ত নয় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।