চট্টগ্রাম বন্দরে আবারো তেলবাহী জাহাজে আগুন, নিহত ৩

আরো পড়ুন

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের নিকটবর্তী এলাকায় বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন তেলবাহী ট্যাংকার “বাংলার সৌরভ”-এ আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ড ঘটে এবং প্রায় চার ঘণ্টা চেষ্টা করে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন নিশ্চিত করেছেন যে, জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং তেলের ট্যাংকারে আগুন লাগার খবর পান। এই ঘটনার সময় বেশ কয়েকজন নাবিক আতঙ্কে সাগরে ঝাঁপিয়ে পড়েন, যাদের উদ্ধার করা হয় ফিশিং ট্রলারের মাধ্যমে। পরে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৪৮ জন নাবিককে উদ্ধার করেন। তবে, একজন নাবিক, সাদেক, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ট্যাংকারটি ১১,৬০০ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে নোঙরের অপেক্ষায় ছিল। এতে ৫০ জন নাবিক কর্মরত ছিলেন। চার ঘণ্টার চেষ্টার পর রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগেও, ৩০ সেপ্টেম্বর কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে “বাংলার জ্যোতি” নামের আরেকটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে তিনজনের মৃত্যু হয়েছিল।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ