হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৮ জন ইসরায়েলি সেনা নিহত

আরো পড়ুন

লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনায় শোক প্রকাশ করে বলেন, তারা ইরানের নেতৃত্বাধীন শক্তির বিরুদ্ধে একটি কঠিন যুদ্ধে লড়ছেন, যারা তাদের ধ্বংস করতে চায়। তিনি আরও বলেন, ইসরায়েল এই শক্তির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে এবং সৃষ্টিকর্তার সাহায্যে জয়ী হবে।

প্রতিবেদন অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে এটাই প্রথমবার এত বেশি সংখ্যক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা লেবাননে স্থল অভিযানে পদাতিক ও সাঁজোয়া ইউনিট মোতায়েন করছে। ইরান ইসরায়েলে ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার একদিন পর এই তথ্য প্রকাশিত হয়।

হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা লেবাননের ভেতরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছে। ইসরায়েলি বাহিনী সীমান্ত পার হয়ে লেবাননে প্রবেশের পর এই প্রথম স্থল সংঘর্ষের খবর আসে। হিজবুল্লাহ আরও জানায়, তারা ইসরায়েলের সামরিক চৌকিতে রকেট হামলা চালিয়ে তিনটি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে।

ইরান বুধবার ঘোষণা করেছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র হামলা আপাতত শেষ হয়েছে, তবে নতুন কোনো উস্কানি এলে আবারও আঘাত হানা হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৩৮ বছর বয়সী সামেহ খদর হাসান আল আসালি নামের এক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যিনি অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর একটি স্থাপনায় অবস্থান করছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ