যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি এবং আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল (৬১) আর নেই। প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাত ৮টা ৪০ মিনিটে তিনি যশোর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোর্তজা ছোট বিষয়টি নিশ্চিত করেছেন। মুকুলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে, এবং গত বছর তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মুকুল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ শনাক্ত হওয়ার পর তাকে ঢাকায় নিয়ে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার সকালে তার অপারেশন সম্পন্ন হয় এবং তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ফিরিয়ে আনা হয়, যেখানে বুধবার রাত ৮টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোস্তাফিজুর রহমান মুকুল সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন এবং এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তার মৃত্যুতে পরিবার শোকাহত, এবং যশোর জেলা আইনজীবী সমিতি ও বিভিন্ন রাজনৈতিক নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
জাগো/মেহেদী

