মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ৪৮ বোতল ফেনসিডিলসহ চৌগাছা উপজেলার দীঘলসিংহা গ্রামের সাকিল হোসেনকে আটক করেছেন। তিনি মফিজুর রহমানের ছেলে। অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুর রহমান জানান, সোমবার সকাল ৭টার দিকে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে দীঘলসিংহা পশ্চিমপাড়ার মাশিলা ব্রিজের নিকট থেকে সাকিলকে আটক করা হয়। তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জাগো/মেহেদী

