গাড়ি চালিয়ে বাংলাদেশে ঢুকে পড়া ২ ভারতীয়

আরো পড়ুন

সাতক্ষীরায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাকাল চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নিউ টাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) এবং বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)।

বিজিবি সূত্র জানায়, আটক দুই ভারতীয় মদ্যপ অবস্থায় একটি সাদা পিকআপ (IND-WB25M4037) চালিয়ে ভোমরা আইসিপি গেট ভেঙে বাংলাদেশে প্রবেশ করে। কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের আটক করার পর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথা বলায় তারা মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা যায়। পরে তাদের সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়।

ভোররাত সাড়ে ১টার দিকে বিজিবির ভোমরা কোম্পানী কমান্ডার এবং বিএসএফের ঘোজাডাঙ্গা কোম্পানী কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষ থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ঘটনার জন্য কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, আটক ভারতীয় নাগরিকদের থানায় হস্তান্তর এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ