দুই চাঁদের একসাথে পৃথিবী প্রদক্ষিণ শুরু

আরো পড়ুন

পৃথিবীর চারপাশে এখন থেকে নতুন একটি উপগ্রহ ঘুরতে শুরু করছে। এর নাম ‘পিটি-৫ ২০২৪’ এবং এর ব্যাস মাত্র ১০ মিটার। ইসরো জানিয়েছে, রবিবার রাত থেকে এই নতুন উপগ্রহটি চাঁদের সঙ্গী হয়ে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছে।

তবে এর জীবৎকাল খুবই সংক্ষিপ্ত; মাত্র ৫৩ দিন। এই সময়ের পরে এটি মহাকাশে হারিয়ে যাবে। ৩৪৭৬ কিলোমিটার ব্যাসের চাঁদের তুলনায় পিটি-৫ সাড়ে ৩ লক্ষগুণ ছোট, তাই এটি খালি চোখে দেখা যাবে না; বিশেষ টেলিস্কোপের প্রয়োজন হবে।

সাধারণত, গ্রহের চারপাশে যে গোলাকার মহাজাগতিক বস্তুগুলি ঘুরে বেড়ায়, সেগুলোকে উপগ্রহ বা ‘চাঁদ’ বলা হয়। পৃথিবীতে একটি উপগ্রহ আছে, যা চাঁদ; তবে ৫৩ দিনের জন্য এবার চাঁদের আরও একটি সঙ্গী পেয়েছে।

পিটি-৫ আসলে একটি কৃত্রিম উপগ্রহ নয়, বরং এটি একটি গ্রহাণু। এটি মহাকাশে ঘুরতে ঘুরতে হঠাৎ করে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছে। বিজ্ঞানী কার্লোস মার্কোস এবং রাউল মার্কোস অগস্ট মাসে প্রথম এর সন্ধান পান। তারা বলছেন, এমন ঘটনা সাধারণ, এবং অন্যান্য নিয়ার আর্থ অবজেক্ট (এনইও) এরও একইভাবে পৃথিবীর কক্ষপথে কিছু দিনের জন্য আসার সম্ভাবনা থাকে। এর আগে ১৯৯৭, ২০১৩ এবং ২০১৮ সালে এমন খুদে উপগ্রহের সংযোজন হয়েছিল।

আরো পড়ুন

সর্বশেষ