রংপুরে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রায় ৪ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপচর এলাকাগুলোতে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। নদীর পানির স্রোতে ৫০টিরও বেশি বাড়ি ভেঙে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার অনেক ধানক্ষেত, বাদাম ক্ষেত ও মরিচের ফসল নদীতে ভেসে গেছে। তিস্তার তীব্র স্রোতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তার পানি স্থিতিশীল হতে পারে এবং এরপর তা কমতে শুরু করবে।
জাগো/মেহেদী

