নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ জনে, এবং এখনো ৬৩ জন নিখোঁজ রয়েছেন। এ বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে রাজধানী কাঠমাণ্ডুতে। সেখানে প্রবল বৃষ্টির কারণে নদীগুলোতে আকস্মিক বন্যা সৃষ্টি হয়, যা পুরো শহরকে প্লাবিত করে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে, এবং এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির মহাসড়কগুলো ধ্বংসাবশেষের কারণে বন্ধ হয়ে গেছে, বিশেষ করে কাঠমাণ্ডু শহরের সড়কগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে। বুলডোজারের সাহায্যে সড়কগুলো পরিষ্কার করে সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা চলছে।
বিগত ২৪ ঘণ্টায় কাঠমাণ্ডুতে রেকর্ড ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৭০ সালের পর থেকে সর্বোচ্চ বলে উল্লেখ করেছে স্থানীয় সংবাদমাধ্যম। এ বছর নেপালে বৃষ্টিজনিত দুর্যোগে ২৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবকে তুলে ধরে।

