সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাঙামাটি জেলা প্রশাসন সাজেক ভ্যালীতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল শুক্রবার রাতে এই নির্দেশনা জারি করেন রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার।
প্রথমে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলেও, পরিস্থিতি অব্যাহত থাকায় এ নিষেধাজ্ঞার মেয়াদ ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, খাগড়াছড়ি ও রাঙামাটির সার্বিক পরিস্থিতি মাথায় রেখে পর্যটকদের সাজেকে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে সাজেক পুরোপুরি বন্ধ না করে, শুধুমাত্র পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছে।
জাগো/মেহেদী

