যশোরের কেশবপুরে বিএনপি নেতা শহীদ আবু বকর আবুর হত্যার বিচার দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কেশবপুর পৌরশহরের দৌলত বিশ্বাস চত্বরে সমন্বয়ক পরিষদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আবু বকর আবু হত্যার বিচার দাবির সমন্বয়ক পরিষদের প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। আবু বকর আবু হত্যার বিচার দাবির যুব সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা আব্দুল গফুরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, এবং বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার বিএনপি, মহিলা দল, সেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

