ব্রাহ্মণবাড়িয়ায় সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আরো পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ১ কোটি ২২ লাখ ২৩ হাজার ২০০ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উন্নতমানের ১২০ পিস শাড়ী, ১,৫৭৬ পিস মোবাইল ডিসপ্লে এবং ৩,০০৮ পিস কসমেটিকস।

রবিবার বিকেলে বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের তল্লাশির সময় এই পণ্যগুলি উদ্ধার করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত পণ্য বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং এগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

সর্বশেষ