খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা শ্রমিকরা হলেন, শ্রমিক রাব্বি, আশরাফুল ও মামুন। এই তিন জনই কর ভবনে রড মিস্ত্রীর কাজ করছিল। নিহত ৩ জনের মধ্যে রাব্বির গ্রামের বাড়ি পঞ্চগড় জেলা।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, শুনেছি বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনের নির্মাণ কাজ করছিল রড মিস্ত্রিরা, অসাবধানতাবশত পাঁচ তলা থেকে পড়ে তিন জনের মৃত্যু হয়। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকায়। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ