দেশের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

আরো পড়ুন

দেশের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান জানিয়েছেন, ১১টি জেলায় বন্যায় প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৮ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারি উদ্যোগে এবং বিভিন্ন সংস্থার সহযোগিতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলাদেশে বন্যা পরিস্থিতির সারসংক্ষেপ

বন্যার কবলে ১১ জেলা: বাংলাদেশের ১১টি জেলা বর্তমানে বন্যার কবলে। প্রায় ৪৯ লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে।

ত্রাণ ও উদ্ধার: সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, ছাত্র সমাজ এবং বিজিবিসহ বিভিন্ন সংস্থা উদ্ধার কাজে অংশ নিচ্ছে।

আশ্রয় কেন্দ্র: ৩ হাজার ৫২৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং ২ লাখ ৮৪ হাজার ৮৮৮ জন মানুষ এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

চিকিৎসা: ৭০টি মেডিকেল টিম ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসা সেবা দিচ্ছে।

পরিস্থিতির উন্নতি: আবহাওয়া অনুকূলে থাকায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ