সাতক্ষীরা র্যাব ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার (৯ জুলাই) রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হাসপাতাল রোড থেকে অস্ত্রসহ দু’জনকে আটক করেছে। আটককৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে আনোয়ারা খাতুন ও মাগুরা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে আনোয়ার হোসেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, র্যাব সদস্যরা গোপন সংবাদের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে মোটরসাইকেলে অস্ত্র নিয়ে আসা চোরাচালানকারীদের আটক করে। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
এ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

