মঙ্গলবার (৯ জুলাই ২০২৪) পর্যন্ত সৌদি আরব থেকে হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৯ হাজার ৩৩০ জন হাজি। হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
বিমানে করে ফেরা হাজিদের সংখ্যানুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৫ হাজার ৩৯৮ জন (৭০টি ফ্লাইট), সৌদি এয়ারলাইন্সে ২০ হাজার ৭৪৮ জন (৫৫টি ফ্লাইট) ও ফ্লাইনাস এয়ারলাইন্সে ১০ হাজার ৩৪৭ জন (২৮টি ফ্লাইট)।
এ বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৬২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং ১৩ জন মহিলা।
উল্লেখ্য, ২০ জুন থেকে হাজিদের দেশে ফেরার ফ্লাইট শুরু হয়েছে। ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।
এ বছর বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে হজ পালন করতে গেছেন ১৮ লাখ মুসলমান।
সূত্র:হজ পোর্টাল

