সোমবার দুপুরে মোঃ মাসুদ আলম বিপিএম(বার), পিপিএম যশোরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বিদায়ী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।
এ সময় নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলমকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন যশোর জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, নতুন পুলিশ সুপার খুব দ্রুতই জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করবেন। ইতিমধ্যে এ ব্যাপারে প্রস্তুতিও শুরু হয়েছে।
মোঃ মাসুদ আলম এর আগে মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে যশোরে বদলি করা হয়।
অন্যদিকে, যশোরের বিদায়ী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দিয়ে পুলিশ হেডকোয়াটারে বদলি করা হয়েছে।

